খাসখবর রাজনীতি ডেস্ক : সরকার পতন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলসহ নানা কল্পস্বপ্নে বিভোর হেফাজতে ইসলামের নেতারা অনুদানের টাকায় নাশকতা করতো।
মাদ্রাসার উন্নয়নের জন্য বিদেশ থেকে যে অনুদান আসত সেটাও সহিংসতায় ব্যবহার করতো হেফাজত। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ।
হাটহাজারী থানায় আক্রমণের ঘটনায় অর্ধশত হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ঘটনার দুই দিন আগেই নেতারা মাদ্রাসা ছাত্রদের নির্দেশনা দেন যেভাবেই হোক আক্রমণ করে হাটহাজারী থানা দখলে নিতে হবে।
কিন্তু হেফাজতের কোনো ব্যানার ব্যবহার করা যাবে না। তারা আক্রমণ করলেও পুলিশের প্রস্তুতি থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি বলে জানান ওই কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম গনমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ পেয়েছে সহিংসতার মূল কারণ।
এসব তথ্য তুলে ধরে মাহবুবুল আলম জানান, চলতি রমজানেই দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশায় মেতেছিল হেফাজতের নেতারা। দেশ-বিদেশ থেকে মাদরাসায় আসা অনুদানের টাকা সাম্প্রতিক সহিংসতায় খরচ করা হয়েছিল।
খখ/মো মি