খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সহজ সরল তরুণী মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে বাসায় এনে আটক রাখা হতো।
এরপর জোরপূর্বক তাদেরকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করতো কতিপয় ব্যক্তি। তরুণীদের আটকে রাখা হয়েছে এমন একটি বাসার গোপন তথ্য আসে র্যাবের কানে।
তথ্যমতে গত সোমবার রাতে নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোডের আলী মাঝির পাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের অভিযানিক টিম।
ওই বাসা থেকে তিন তরুণীকে উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃতরা হলেন মো. নুরুল আলম (৬০) ও মো. আমির (৪৫)।
আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো র্যাবের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় তিন তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ওই বাসায় এনে আটকে রাখেন গ্রেফতারকুতরা।
প্রায় একবছর ধরে পরে তাদেরকে দেহ ব্যবসায় বাধ্য করে তারা। সোমবার সংবাদ পেয়ে র্যাব-৭ এর একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এবং বন্দিদশা থেকে তিন তরুণীকে মুক্ত করে। তাছাড়া গ্রেফতার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মানব পাচার আইনে মামলা করা হয়েছে বলে জানায় র্যাব।
খখ/প্রিন্স