খাসখবর চট্টগ্রাম : বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. এসএম মাসুদ পারভেজ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৬ মে) রাত ৯টার দিকে নগরীর মেহেদীবাগস্থ বাসায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, নিজ বাসায় এশার নামাজ আদায় করছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এসএম মাসুদ পারভেজ।
এসময় হঠাৎ অসুস্থবোধ করেন। একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি ঢলে পড়েন। পরিবারের লোকজন তাকে তাৎক্ষনিক নগরীর মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাধীন চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান তার মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ওই চিকিৎসকের আকষ্মিক মৃত্যুতে তার সহকর্মী, শিক্ষার্থী, চিকিৎসকমহল, আত্মীয়স্বজন বন্ধুবান্ধবসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
শেষবারের মত দেখতে তার বাসায় ছুটে আসেন অনেকে। শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার (৭ মে) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় সীতাকুণ্ড সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জুমা বারৈয়াঢালা ইউনিয়নের বহরমপুর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খখ/প্রিন্স