খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নির্জন টোল রোড এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মে) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত সোয়া ১১টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, লাশের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স