ভয়াবহ বন্যার কবলে আফগানিস্তান; মৃত্যু অর্ধশতাধিক

খাসখবর আন্তর্জাতিক ডেষ্কঃ ভয়াবহ বন্যার কবলে পড়েছে আফগানিস্তান।

thai foods

আফগানিস্তানে গত কয়েকদিন প্রচন্ড হয়। প্রবল এ বৃষ্টিপাতের কারণে দেশটির বেশকয়েকটি প্রদেশে বন্যায় অন্তত ৫০ জনের অধিক প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।

আফগানিস্তান টাইমসের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া বন্যার তাণ্ডবে প্রায় আড়াই হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তামিম আজিমি। তিনি জানান, বন্যায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এতে পথে এসে দাঁড়িয়েছে অন্তত ৪৬০টি পরিবার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমির ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তাদের কাছে খাদ্যসহ পৌছে দেয়া হচ্ছে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা।

খখ/মো মি

 

আগেএবার ঈদ আনন্দমেলায় ফেরদৌস-পূর্ণিমা
পরে২৯ মে পর্যন্ত বাড়লো এসএসসির ফরম পূরণ