বোয়ালখালীতে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

খাসখবর,বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

thai foods

শুক্রবার (৭মে) বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের দরপপাড়া ইদ্রিছ মেম্বার বাড়ীর পুকুরে এ লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিহত নারীর পরিচয় জানা যায়নি জানিয়ে বোয়ালখালী থানার এসআই মো. কামাল হোসেন জানান, শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরনে নীল রঙের সেলোয়ার, খয়েরী রঙে পাজামা ও গোলাপী রঙে ওড়না এবং হাতে শাঁখা রয়েছে। বয়স আনুমানি ৩৫ বছর হবে বলে জানান এ কর্মকর্তা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্ঠা চলছে।

খখ/পুজন/প্রিন্স

আগে২৯ মে পর্যন্ত বাড়লো এসএসসির ফরম পূরণ
পরেহেফাজত নামধারী সহিংসতাকারী কেউ রেহাই পাবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী