কোভিড-১৯ মোকাবেলায় তহবিল গঠন করলো কোহলি-আনুশকা

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ অবস্থা এখন ভারতের।ভারতের করোনা পরিস্থিতির উন্নতির দেখা নেই। বরং অবনতির দিকে যাচ্ছে দিনকে দিন।

thai foods

এই মহাদুর্যোগের সময় ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত। মানবিক সহায়তা নিয়ে এবার হাত বাড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি ও তাঁর সহধর্মিণী জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

দুজনেই কোভিড-১৯ মোকাবেলার জন্য তহবিল গড়তে উদ্যোগ নিয়েছেন। এ জন্য তারা ভারতীয় অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘কেট্টো’কে বেছে নিয়েছেন। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ভক্ত-সমর্থকদের এগিয়ে এসে যার যার সামর্থ্য মতো সাহায্য করার আহ্বান জানিয়েছেন তারা। দুজনে তহবিলে দান করেছেন ২ কোটি রুপি। সাত দিনে তাদের লক্ষ্য ৭ কোটি রুপির তহবিল গড়া।

বিরাট কোহলি বলেন, ‘আনুশকা এবং আমি কোভিড-১৯ দূরীকরণে তহবিল গড়তে ‘কেট্টো’তে একটি ক্যাম্পেইন শুরু করেছি। জীবন বাঁচাতে কোনো অংকই ছোট নয়।আপনাদের সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ থাকব।

খখ/মো মি

 

আগেহেফাজত নামধারী সহিংসতাকারী কেউ রেহাই পাবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
পরেকরোনা ভ্যাকসিনের অনুমোদন পেলো সিনোফার্ম!