কোভিড-১৯ মোকাবেলায় তহবিল গঠন করলো কোহলি-আনুশকা

খাসখবর খেলা ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ অবস্থা এখন ভারতের।ভারতের করোনা পরিস্থিতির উন্নতির দেখা নেই। বরং অবনতির দিকে যাচ্ছে দিনকে দিন।

thai foods

এই মহাদুর্যোগের সময় ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত। মানবিক সহায়তা নিয়ে এবার হাত বাড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি ও তাঁর সহধর্মিণী জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

দুজনেই কোভিড-১৯ মোকাবেলার জন্য তহবিল গড়তে উদ্যোগ নিয়েছেন। এ জন্য তারা ভারতীয় অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘কেট্টো’কে বেছে নিয়েছেন। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ভক্ত-সমর্থকদের এগিয়ে এসে যার যার সামর্থ্য মতো সাহায্য করার আহ্বান জানিয়েছেন তারা। দুজনে তহবিলে দান করেছেন ২ কোটি রুপি। সাত দিনে তাদের লক্ষ্য ৭ কোটি রুপির তহবিল গড়া।

বিরাট কোহলি বলেন, ‘আনুশকা এবং আমি কোভিড-১৯ দূরীকরণে তহবিল গড়তে ‘কেট্টো’তে একটি ক্যাম্পেইন শুরু করেছি। জীবন বাঁচাতে কোনো অংকই ছোট নয়।আপনাদের সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ থাকব।

খখ/মো মি

 

আগেহেফাজত নামধারী সহিংসতাকারী কেউ রেহাই পাবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
পরেকরোনা ভ্যাকসিনের অনুমোদন পেলো সিনোফার্ম!