খাসখবর মহামারী ডেস্কঃ প্রতিদিনই ভয়াবহ হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৭৮ জন।
টানা তিন দিন দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জন।
আক্রান্তের সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক সপ্তাহে। বাড়তে বাড়তে শনিবার(৮ মে) তা ৪ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। একদিনে মৃত্যুর দিক দিয়ে এই সংখ্যা ভারতে পুরো মহামারিতে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ২ লাখ ৩৮ হাজার ২৭০ জন।
২০১৯ সালে চিনে প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল প্রাণঘাতী এই ভাইরাসের। তার পর ২০২০ সালে বিশ্বের বিভিন্ন দেশ এর ভয়াবহতার সাক্ষী হয়েছে। গত বছর এই সময় ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর মিছিল দেখা গিয়েছিল। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় আমেরিকার অবস্থা হয়েছিল সবথেকে খারাপ। কিন্তু ২০২১ সালে করোনা দ্বিতীয় ঢেউ ভারতে যে পরিস্থিতি তৈরি করেছে তা ছাপিয়ে গিয়েছে বিশ্বের সব দেশের পরিস্থিতিকে। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু এখন যে সংখ্যায় ভারতে হচ্ছে তা আগে কোনও দেশে হয়নি। আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন। এই বিপুল সংখ্যক রোগীর জেরে চাপ বাড়ছে স্বাস্থ্যব্যবস্থায়। দেশের মধ্যে মহারাষ্ট্রেই সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি। কর্নাটকে তা সাড়ে ৫ লাখের কাছাকাছি। কেরালায় তা ৪ লাখ ছাড়িয়েছে। উত্তরপ্রদেশে আড়াই লাখ। রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশে প্রায় ২ লাখ। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, ছত্তীসগঢ়, হরিয়ানা, বিহারেও সক্রিয় রোগী রয়েছেন।
এই পরিস্থিতিতেই দেশে চলছে টিকাকরণ। এ নিয়ে দেশে মোট দেওয়া হয়েছে ১৬ কোটি ৭৩ লাখ।
খখ/মো মি