খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামে নতুন করে আরো ১৩৬ জনের শরীরে মহামারী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্য থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজনের প্রাণহানী ঘটে।
আজ শনিবার (৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন তিনজনের মৃত্যুতে জেলায় এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৫ জনে। এর মধ্যে নগরীর ৪১০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৫ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৬ জনের মধ্যে নগরীর ১০১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩৫ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ১৬৩ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৮৫৬ জন আর বিভিন্ন উপজেলার ১০ হাজার ১৬৩ জন।।
এদিন চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৯৩৬টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩ জন ও সিভাসুতে ৩৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ৯ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৭ জন ও মেডিকেল সেন্টার হাসপাতালে ৩ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে কারোনার জীবাণু পাওয়া যায়নি।
খখ/প্রিন্স