করোনা : একদিনে নমুনা ও শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

গত ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু,শনাক্ত ১,২৮৫-সুস্থ ২,৪৯২ জন

করোনা,আক্রান্ত,শনাক্ত,দেশে,মৃত্যু

খাসখবর মহামারী : দেশে মহামারী করোনা ভাইরাসে একদিনের ব্যবধানে আক্রান্ত শনাক্তে সংখ্যা কমলেও বেড়ে গেছে মৃত্যুর সংখ্যা। আগের দিনে ৩৭ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘন্টায় তা বেড়ে ৪৫ জনে দাড়িয়েছে।

thai foods

এদিকে আগের দিনে ১৭ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৮২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সে তুলনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭০৩টি।

এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় বিগত ২৪ ঘন্টায় দেশে আরও ৪৫ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস।

শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৪ শতাংশ। মৃত্যু হওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন। আর নারী ১৯ জন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ।

খখ/প্রিন্স

আগেখালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ করুক,আল্লাহর কাছে প্রার্থনা-তথ্যমন্ত্রী
পরেশনাক্ত হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট