খাসখবর খেলা ডেস্কঃ মোহামেডানে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মোহামেডানের হয়ে খেলতে চিঠিও দিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরপরই বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে খেলতে নামবেন ক্রিকেটাররা। টি-২০ ফরম্যাটে আগামী ৩১ মে শুরু হবে প্রিমিয়ার লীগ। আগামী জুনের শুরুতে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) না খেলে প্রিমিয়ার লীগে মোহামেডানের হয়ে খেলতে চান সাকিব আল হাসান।
পিএসএলের বাকি অংশের জন্য ড্রাফটে লাহোর কালান্দার্স দলে সুযোগ পেয়েছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার।
করোনাকালে পিএসএল বাদ দিয়ে প্রিমিয়ার লীগে ঝুঁকছেন সাকিব। গতকালে(১২ মে) মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু একটি চিঠি জমা দিয়েছেন লীগের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) অফিসে। যেখানে লেখা আছে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লীগ খেলতে চান সাকিব।
মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান গতকাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওর (সাকিব) খেলার অধিকার আছে। আমরাও চাইতে পারি। আমরা চিঠি জমা দিয়েছি। কয়েক দিন পর হয়তো সিদ্ধান্ত পাব। আশা করছি, ইতিবাচক কিছু হবে।
মিরপুর স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে চিঠি জমা দেওয়ার পর তারিকুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেছেন, ‘সাকিবের স্বাক্ষরিত একটা চিঠি আমরা সিসিডিএমে জমা দিয়েছি। যেখানে লেখা আছে, ও আমাদের হয়ে লীগ খেলতে চায়। ও পিএসএল খেলবে না। এর বদলে প্রিমিয়ার লীগে আমাদের দলে খেলবে। সে এখন ফ্রি প্লেয়ার। নিষেধাজ্ঞা থাকায় ২০১৯-২০ মৌসুমে অংশ নিতে পারেনি। এখন সে খেলতে পারবে। আমরা তাকে আমাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছি। বিসিবি এখনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু আমরা অনুমতি পাব বলে আশা করছি। ’
গত বছর মার্চে এক রাউন্ড পরই করোনার কারণে প্রিমিয়ার লীগ স্থগিত হয়ে গিয়েছিল। লম্বা বিরতির পর সেই লীগটাই ফরম্যাট বদলে টি-২০ তে নতুন করে শুরু হবে। সিসিডিএম সূত্রে জানা গেছে, সাকিব প্রিমিয়ার লীগে খেলতে পারবেন।
মোহামেডানের জন্য আরো বড় সুযোগ হয়ে এসেছে আব্দুর রাজ্জাকের অবসর এবং নির্বাচক হিসেবে যোগদান। গত বছর লীগে মোহামেডানের হয়ে নিবন্ধন করেছিলেন সাবেক এ বাঁহাতি স্পিনার। ক্লাবটির অধিনায়কও ছিলেন। অবসর নেওয়ায় সাদা-কালো শিবিরের একটি জায়গা ফাঁকা হয়েছে। যেখানে বদলি ক্রিকেটার চাওয়ার পূর্ণ সুযোগ রয়েছে মোহামেডানের।
শুধু সাকিব নয়, পিএসএলে দল পেয়েছিলেন মাহমুদউল্লাহ, লিটনও। করোনার ধাক্কাসহ সার্বিক পরিস্থিতি মিলে তারাও হয়তো প্রিমিয়ার লীগে নিজেদের ক্লাব থেকে আগামী জুনে পিএসএল খেলতে যেতে অনুমতি পাবেন না।
খখ/মো মি