খাসখবর গ্রাম গঞ্জ ডেস্কঃ পার্বত্য জেলা রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। চালকসহ আহত হন ৩ জন।
রাঙামাটির বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে মোফাজ্জল নামের এক চালকের সহকারী নিহত হন।
এতে গুরুতর আহত হয়েছেন ওই গাড়ির চালকসহ আরও ৩ জন। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১৭ মে) সকাল ৭টায় দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জলের গ্রামের বাড়ি উপজেলার উগলছড়িতে। সে ওই এলাকার মোজাম্মেলের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে তামাকবাহী একটি চাঁদের গাড়ি উল্টে গেলে গাড়ির সহকারী মোফাজ্জল ঘটনাস্থলেই নিহত হন।
এতে আরও তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খখ/মো মি