হঠাৎ ভোগিন্তিতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার ব্যবহারকারী

খাসখবর প্রযুক্তি ডেস্ক : হঠাৎই মার্ক জুকারবার্গের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারে সমস্যা দেখা দিয়েছিল। একই সঙ্গে ভোগান্তির মুখে পড়েছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও।

thai foods

ডাউনডিটেক্টর জানিয়েছে, শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা প্রায় আধ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে ওই সময়ের মধ্যে এই অ্যাপের মাধ্যমে কোনও ম্যাসেজ, ছবি বা ভিডিও পাঠাতে সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা।

রাত ১১টা থেকে সাড়ে ১১টা বিশ্বের হাজার হাজার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন। সেই সঙ্গে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও সমস্যায় পড়তে হয়েছে। তবে শুক্রবার রাত সাড়ে এগারোটার কিছু পরে অ্যাপগুলোর পরিষেবা ফের স্বাভাবিক হয়।

অন্যদিকে এসব পরিষেবা নিয়ে শুক্রবার টুইটারে ক্ষোভের প্রকাশ করেছেন অসংখ্য ব্যবহারকারী। তবে কী কারণে হোয়াটসঅ্যাপসহ এই ৩টি অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যায়, তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গতমাসেও একই ধরনের সমস্যার মুখে পড়েছিলেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

খখ/প্রিন্স

আগেএক কেজি ইয়োলো টি ১২ হাজার ২শ টাকা
পরেচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: রফিকুল আউট, তারিকুল ইন