খাসখবর স্পোর্টস : নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচে হতাশার হারের পর দ্বিতীয় ম্যাচে নিজেদের ভুলে জয়ের সুযোগ হাতছাড়া, ক্যাচ মিসের মহড়ায় হেরে এক ম্যাচ আগেই স্বাগতিকদের সিরিজ উপহার দিয়েছে বাংলাদেশ।
প্রথম দুটি ওয়ানডে হেরে যাওয়া টিম টাইগার্স ওয়েলিংটনে তৃতীয় ও শেষ ম্যাচের দিকে তাকিয়ে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
টানা দুই হারের পর একটা জয়ের খোঁজের সঙ্গে শুক্রবারের ম্যাচ তামিমদের হেয়াইটওয়াশ এড়ানোর লড়াইও। ওয়েলিংটন বাংলাদেশের জন্য ভিন্ন চ্যালেঞ্জ।
সেখানে এখন পর্যন্ত মাত্র একটি তিনশ ছাড়ানো স্কোর হয়েছে। দুইশ রানের নিচে অলআউট হওয়া ম্যাচের সংখ্যা আটটি। যদিও ২০১০ সালের পর এই মাঠে রানপ্রসবা ম্যাচ হয়েছে। তার চেয়ে বড় শঙ্কা, বাংলাদেশ এই মাঠে কোনো ওয়ানডে খেলেনি।
ডানেডিনে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১৩১ রানে। দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে স্কোর হয় ২৭১। মুশফিকুর রহিমসহ অন্যরা মন্থর ব্যাটিং না করলে আরও বেশি রান হতো।
বোলিং আক্রমণ আহামরি না হলেও লড়াই করেছেন বোলাররা। একাধিক ক্যাচ মিসের কারণে স্বাগতিকদের আটকে রাখতে পারেনি সফরকারীরা। তৃতীয় ম্যাচে ইতিবাচক থাকতে চায় বাংলাদেশ। নিজেদের ভুলে জয়ের সুযোগ যেন হাতছাড়া না হয় সে লক্ষ্যেই খেলবে টিম টাইগারস।
খখ/প্রিন্স