খাসখবর মহামারী ডেস্ক : চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে টিকা নিয়ে দুমাস পর আজ সোমবার করোনা পজেটিভ আসে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিল।
সোমবার (২৯ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন। এরপর সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. আব্দুর রব। তিনি বলেন গত দুদিন ধরে সিভিল সার্জনের শরীরে করোনার উপস্বর্গ জ্বর, সর্দি, কাশি অনুভব করেন। তাছাড়া এ দুদিনে তিনি খাবারে কোন স্বাদ পাচ্ছিলেন না।
আজ সোমবার (২৯ মার্চ) সকালে তিনি করোনার পরীক্ষার জন্য নমুনা জমা দেন। রাত ৯টায় করোনা পজিটিভের রিপোর্ট আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানান ডা. রব।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজটি নিয়েছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
খখ/প্রিন্স