রাউজানে সড়কেই ঝরে গেল ৪ তাজা প্রাণ

ট্রাকের সাথে যাত্রীবাহি সিএনজি মুখোমুখি সংঘর্ষ

সড়কে, রাউজানে, ঝরে, প্রাণ, দুর্ঘটনা, ট্রাক, সিএনজি

খাসখবর গ্রামগঞ্জ ডেস্ক : চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ৪টি তাজা প্রাণ।

thai foods

মঙ্গলবার মধ্যরাত সোয়া দুইটার সময় মহাসড়কের রাউজান উপজেলা দমদমা নামক স্থানে শহরমুখী বালুভর্তি ট্রাকের সাথে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণহানির ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মৃত্যুবরণ করেছে রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালী জেলার হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫), নগরীর চান্দগাঁও থানা এলাকা মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০) ও সিএনজি চালক মো. কামরুল।

স্থানীয় বাসিন্ধা, রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন বলেন, গভীর রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দমদমা নামক স্থানে বিকট একটি শব্দ শুনতে পেয়ে ঘর হতে বের হই।

এসময় সড়কেই দুমড়ে মুচড়ে পরে থাকতে দেখা যায় যাত্রীবাহি অটোরিকশা। পাশেই ছিল দুর্ঘটনা কবলিত বালুবাহী ট্রাকটি। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা থেকে চালকসহ চারজনের মরদেহ দেখা যায়।

এ সময় তাৎক্ষনিক ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবহিত করি। পরে খবর পেয়ে রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশার (চট্টগ্রাম -থ- ১২-৮৫২৮) সাথে চট্টগ্রাম শহরমুখী বালুবাহী একটি ট্রাকের (চট্টগ্রাম -ড ১১-২২৩৩) মুখোমুখি সংঘর্ষে হলে
ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো জব্দ করা হয়। ঘটনার পরপর ট্রাক চালক ও সহকারী পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

স্বজনদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসা নিহতদের স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়।

খখ/প্রিন্স

আগে৫৪ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি
পরেচট্টগ্রামে করোনা শনাক্তে ৪০ হাজার ছুঁই ছুঁই, একদিনে ২৯০