খাসখবর বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার আশংকায় সারাদেশে একের পর এক বন্ধ ঘোষণা করা হচ্ছে পর্যটনকেন্দ্র। এবার বন্ধ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার দুয়ার।
বুধবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্রটি বন্ধ করার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ক্রমান্বয়ে বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১লা এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
এ নির্দেশনার আলোকে বর্ণিত সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে।
খখ/প্রিন্স