গার্মেন্টস শিল্পকে বলতে হবে বস্ত্র ও পোশাক শিল্পখাত-সৈয়দ নুরুল ইসলাম

বিটিএমএ পরিচালক নির্বাচিত হয়ে আরো একটি স্বপ্ন পূরণ

বিটিএমএ স্বপ্নপূরণ,নির্বাচিত,পরিচালক সৈয়দ নুরুল ইসলাম বিজিএমইএ

খাসখবর মুখোমুখি ডেস্ক : গার্মেন্টস শিল্পকে এখন শুধুমাত্র গার্মেন্টস শিল্প খাত না বলে, বলতে হবে বস্ত্র ও পোশাক শিল্প খাত।

thai foods

আর এ দুইটি খাতের সমস্যা ও সম্ভাবনাকে ভেতর থেকে উপলদ্ধি করে সে দেখাকে কাজে লাগিয়ে দেশের বস্ত্র ও পোশাক শিল্প খাতকে সামনের দিকে এগিয়ে নিতে চান নবনির্বাচিত বিটিএমএ পরিচালক সৈয়দ নুরুল ইসলাম।

সম্প্রতি বিনা প্রতিদ্বন্দিতায় আগামী দুই বছরের জন্য দেশের পুরানো ও অন্যতম বৃহত্তম ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর পরিচালক নির্বাচিত হন প্রতিষ্ঠিত এ ব্যবসায়ি।

আর এ প্রাপ্তিকে আরো একটি স্বপ্ন পুরণ আখ্যা দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক টাইম লাইনে তিনি লেখেন, বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানিতে প্রায় ৭০ শতাংশ অবদান বিটিএমএ’র সদস্যদের।

যারা তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরী করে সেই কাপড় রং ও ফিনিশ করে পোশাক তৈরী কাজে নিয়োজিত গার্মেন্টস কারখানায় সরবরাহ করে।বিটিএমএ স্বপ্নপূরণ,নির্বাচিত,পরিচালক সৈয়দ নুরুল ইসলাম বিজিএমইএ

আমি বিশ্বাস করি, আমরা এখন শুধুমাত্র পোশাক তৈরী করিনা। আমরা এখন তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরী করে সেই কাপড় কেটে সেলাই করে পোশাক তৈরী করে রপ্তানি করি।

তাই আমাদের গার্মেন্টস শিল্পকে এখন শুধুমাত্র গার্মেন্টস শিল্প খাত না বলে, বলতে হবে বস্ত্র ও পোশাক শিল্প খাত। আগামী দিনের অজানা চ্যালেঞ্জ মোকাবেলায় বিটিএমএ ও বিজিএমইএ কে কাজ করতে হবে একসাথে।

আমি যেহেতু বিজিএমইএ’র ও সদস্য সেহেতু দুইটি খাতের সমস্যা ও সম্ভাবনাকে আমি ভিতর থেকে দেখি এবং আমার এই দেখাকে কাজে লাগিয়ে দেশের বস্ত্র ও পোশাক শিল্প খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ায় হবে আমার সর্বাত্মক প্রয়াস।

সৈয়দ নুরুল ইসলাম চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা। তিনি সিডিএ’ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম’র ভাই এবং দেশের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের একজন কর্ণ ধারও।

খখ/রাজীব প্রিন্স

আগে২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করবে বিকাশ
পরেহোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ