খাসখবর আইন আদালত ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পরিদর্শক পদে ৫ কর্মকর্তার দফতর পরিবর্তন হয়েছে।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব পুলিশ কর্মকর্তার দফতরে পরিবর্তন আসে।
গত ২৯ মার্চ এর ওই আদেশে উল্লেখ করা হয় চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা পরিদর্শক (তদন্ত) আহম্মেদ উল্লাহকে বন্দর থানার পরিদর্শক (তদন্ত করা হয়েছে। তার স্থলে পদায়ন করে পরিদর্শক (তদন্ত) করা হয়েছে ডিবি পশ্চিমের পরিদর্শক ছাবেদ আলীকে।
তাছাড়া বন্দর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মুহাম্মদ ফৌজুল আজীমকে ডিবি বন্দরে পদায়ন করা হয়েছে। ডিবির (উত্তর) নাজমুল হাসানকে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দফতর বন্টন করা হয়।
এছাড়াও ডিবি উত্তরে পদায়ন করা হয় পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হককে।
খখ/প্রিন্স