খাসখবর সীতাকুণ্ড ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে সামিউল ইসলাম সাজিব নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ফকিরহাট সাতঘড়িয়া পাড়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশু একই উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাতঘড়িয়া পাড়ার নিজামউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সকালে নিজাম উদ্দিনের বসতঘরে বিদ্যুতের তার ছিড়ে শিশু সাজিবের গায়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়।
পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর জেটাতো ভাই আশ্রাফ উদ্দিন টিটু। তিনি বলেন, সাজিব ঘরে খেলা করার সময় বাতাসে বিদ্যুতের তার ছিড়ে তার গায়ে লাগে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খখ/প্রিন্স