খাসখবর রাউজান ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলার থানা রোডের অদুরে কাঁশখালী কুল এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২ গোডাউনসহ ৬টি দোকান পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থরা।
আগুন লাগার ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার সময়। খবর পেয়ে দ্রুত রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভষ্মীভূত হয়।
আগুনে পুড়ে যাওয়া ৬ দোকানের মধ্যে ৩ টি বেডিং দোকান, ২টি মুদির দোকান ও একটি কুলিং কর্ণার। ক্ষতিগ্রস্থরা হলেন সন্তোষ চৌধুরী, মোহাম্মদ আব্দুল নবী, মোহাম্মদ শাহ্জাহান, রনত দে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ সন্তোষ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল নবী দাবী করেন, অগ্নিকান্ডের ঘটনায় অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শণে গিয়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। এসময় পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেনও উপস্থিত ছিলেন।
খখ/প্রিন্স