খাসখবর বিশেষ সংবাদ : মাসখানেক আগেও ভুলতে বসা এক বছর আগের কঠিন দিনগুলির কথা আবারো মনে করিয়ে দিচ্ছে মহামারী করোনা। পুরনো বছরের এদিনেই আবারো ফেরত যাচ্ছে চট্টগ্রাম।
টানা কদিনে রেকর্ডের পর রেকর্ড গড়া করোনা সংক্রমণে আবারো দিশেহারা হয়ে পড়ছে বাণিজ্যিক নগরী। ইতিমধ্যে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সাধারণ মানুষও ইতিমধ্যে অনেকটা ধারণা করেই নিয়েছেন ফের লকডাউনের দিকেই এগুচ্ছে দেশ। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেন। তবে এই নির্দেশনার বাইরে থাকছে ওষুধের দোকান ও কাঁচাবাজার।
সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট, বিপণী বিতান বন্ধের এই নির্দেশনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, আজ শুক্রবার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম নগরীতে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া রেস্টুরেন্ট, শপিং সেন্টারসহ সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে।
তিনি আরও জানান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় এ বিধিনিষেধ প্রযোজ্য। তবে অচিরেই পুরো জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিষয়টি মনিটরিং করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে মাঠে নামানো হয়েছে। জেলা প্রশাসকের আদেশের পর পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দোকানপাট বন্ধ করে দেয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে চট্টগ্রাম সর্বশেষ করোনা সংক্রান্ত তথ্যে বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫১৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
যা চট্টগ্রামে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত সর্ব্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড। এদিন নতুন করে একজনের মৃত্যু হয়েছে।
খখ/প্রিন্স