চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ছাড়াল ৪১ হাজার

২৪ ঘন্টায় দ্বিতীয় সর্ব্বোচ্চে ৪৬৭ জন আক্রান্ত

চট্টগ্রাম করোনা আক্রান্ত শনাক্ত লাফ

খাসখবর মহামারী ডেস্ক : চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্তে ৪১ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার একদিনেই আক্রান্ত হয়েছে ৪৬৭ জন। যা চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় সর্ব্বোচ্চ শনাক্ত।

thai foods

শনিবার (৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে ২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষা হয়।

এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৭ জনের দেহে। এদের মধ্যে ৩৮৫ জন নগরীর ও ৮২ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ২৬৮ জনে।

সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় চটটগ্রামে নতুন করে কেউ মারা যায়নি। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছে ৩শ ৮৯ জন। এর মধ্যে ২শ ৮৫ জন নগরীর ও ১শ ৪ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি। তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি।

১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে বেসরকারি হাসপাতাল ল্যাব শেভরণে। সেখানে ৬২৬ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনার জীবাণু পাওয়া যায়। তাছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩২ জনের নমুনায় ১৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনার অস্তিত্ব মেলে।

অন্যদিকে ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৬৭৬ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫১৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

খখ/প্রিন্স

আগেমেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৬ হাজারেরও বেশি পরিক্ষার্থী!
পরেভাসানচর পরিদর্শনে যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকরা