জয় ছিনিয়ে নিয়েছিল পোল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষেও
খাসখবর ক্রীড়াঙ্গণ ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রাঙাতে পারেনি ফুটবলার ও ক্রিকেটাররা। তবে সাফল্য এনে দিয়েছে কাবাডি খেলোয়াড়রা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
শহীদ নূর হোসেন স্টেডিয়ামের ফাইনালে ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে ধরাশায়ী করে দেশবাসীকে শিরোপা উপহার দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রতিপক্ষ কেনিয়া অবশ্য ১৮-১৫ পয়েন্ট এগিয়ে ছিল প্রথমার্ধে। কিন্তু বিরতির পর দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ায় দেশের দামাল ছেলেরা। শেষে লোনা ও বোনাস পয়েন্টে টপকে যায় আফ্রিকান দলটিকে।
লিগ পর্বে এর আগে কেনিয়াকে ৩২-২৯ পয়েন্টে হারিয়ে ছিল বাংলাদেশ। জয় ছিনিয়ে নিয়েছিল পোল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষেও।
খখ/মো মি