দেশে আবারো করোনা সংক্রমণের রেকর্ড : একদিনে মৃত্যু ৫৩

একদিনে শনাক্ত ৭০৮৭ ও সুস্থ ২৭০৭ জন

করোনা আক্রান্ত,শনাক্ত,মৃত্যু,রেকর্ড, দেশে

খাসখবর মহামারী ডেস্ক : দেশে প্রতিদিনই করোনা শনাক্তে রেকর্ড ভাঙ্গার প্রতিযোগীতা শুরু হয়েছে। একদিনের শনাক্তে ফের রেকর্ড হয়েছে।

thai foods

সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭টি। একদিনে সাত হাজারের বেশি সংক্রমণ শনাক্তের ঘটনা এই প্রথম। এর আগে, গত শুক্রবার (২ এপ্রিল) তখন পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জনের নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

তাছাড়া এর আগে শনিবার (৩ এপ্রিল) দেশে আরও ৫ হাজার ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।

এই সময়ের মধ্যেকেরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রোববার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে।

এর আগে গত শনিবার একদিনে দেশে করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫৮ জন। তাছাড়া রবিবার সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

খখ/প্রিন্স

আগেসোমালিয়ায় পৃথক ২ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫
পরেএদের চরিত্রটা কী তা বলতে চাই না-প্রধানমন্ত্রী