খাসখবর ফটিকছড়ি ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
গতকাল রবিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নানুপুর ইউনিয়নের মুনসেফ বাড়ি প্রকাশ সৈয়দ পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামির নাম সৈয়দ শওকতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তার। তিনি ওই এলাকার মৃত ইমামুল হকের ছেলে।
তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার এসআই রিদুয়ানুল হক। তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র ওয়ারেন্টভুক্ত আসামি পাতলা ডাক্তারের অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে অভিযান চালানো হয়।
এসময় তার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স