খাসখবর ক্রীড়াঙ্গণ ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজ চলাকালে বোর্ডের সবুজ সংকেত পেলে আইপিএলে যাওয়ার প্রস্তুতি শুরু করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে তিনি খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।
আর তাই এ মুহুর্ত্বে টাইগার পেসার অবস্থান করছে ভারতে। আগামী ১২ এপ্রিল আইপিএলে তার দল রাজস্থান প্রথম ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।
এরই মধ্যে নিউজিল্যান্ড থেকে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে ধরাশায়ী হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে প্রায় দেড় মাসের সফর শেষ করে রবিবার সকালে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল।
টাইগার বাহিনীর সবাই দেশের মাটিতে পরিবারের কাছে ফিরলেও মোস্তাফিজ বিমানবন্দর থেকেই তার স্ত্রীকে নিয়ে উড়াল দিয়েছেন ভারতে। নিরাপদেই ভারতে পৌঁছেছেন বাংলাদেশি এ পেসার।
সেখানে পৌঁছার পর সবার কাছে দোয়া চেয়েছেন এই বোলার। মুস্তাফিজ পৌঁছান টিম হোটেলে। পৌঁছার পর তিনি জানান, ভারতে নিরাপদেই পৌঁছেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
আজ সোমবার (৫ এপ্রিল) সকালে রাজস্থান জানিয়েছে, নিরাপদেই ভারত পৌঁছেছেন মোস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজিটি ইনস্টাগ্রামে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘সোমবার সকালটা শুরু হলো মোস্তাফিজকে দিয়ে।’
এবার আইপিএলে খেলতে মুস্তাফিজের আগেই ভারত পৌঁছান তার সতীর্থ সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।
খখ/প্রিন্স