সড়কে সিলিন্ডার বোঝাই গাড়ি রাখায় জরিমানা

রাউজানে,জরিমানা,সিলিন্ডার,অতিরিক্ত,স্বাস্থ্যবিধি না মানা ভ্রাম্যমান আদালত
thai foods

খাসখবর রাউজান ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় দু ঘন্টা অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

thai foods

স্বাস্থ্যবিধি অমান্য, যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ীতে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে ৬ ব্যক্তির কাছ থেকে জরিমানার টাকাগুলো আদায় করা হয়।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটা ও সূর্যসেন চত্বরে পরিচালিত ২ ঘন্টার অভিযানে নের্তৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এ সময় সড়কের উপর গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ী রাখায় রাসেলকে বিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় হোটেল মালিক শংকরকে এক হাজার টাকা, জীপ চালক ফরহাদকে এক হাজার টাকা, লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালক নয়ন ও হৃদয় বড়ুয়াকে দুই হাজার টাকা ও অতিরিক্ত পণ্য বোঝাই করায় জীপ চালক ছবুরকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।

অভিযান পরিচালনার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলা থানা পুলিশ ও আনসার সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে সহযোগিতা করেন।

খখ/প্রিন্স

আগেকোভিড-১৯ প্রতিরোধে কি কি খাবেন! জেনে নিন
পরেচন্দনাইশে লকডাউনেও খোলা ছিল কোচিং সেন্টার-অভিযানে ধরা