চন্দনাইশে লকডাউনেও খোলা ছিল কোচিং সেন্টার-অভিযানে ধরা

৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম, করোনা, লকডাউন,কোচিং সেন্টার,জরিমানা,বন্ধ

খাসখবর চন্দনাইশ ডেস্ক : করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে সরকারিভাবে।

thai foods

অতচ নির্দেশা ও করোনাকে উপেক্ষা করে সামান্য কিছু মুনাফার চিন্তা মাথায় নিয়ে অনেক মালিক গোপনে কোচিং সেন্টারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তেমনি একটি কোচিং সেন্টারের খোঁজ মেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। খবর পেয়ে ছুটে যান চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার গাছবাড়িয়া খানহাট এলাকায় সলিউশন কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের করোনা সংক্রমণ ঝুঁকিতে ফেলে সামান্য মুনাফার জন্য ছোট ছোট রুমে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসানো হয়েছে এবং পাঠদান কার্যক্রম চলছিল।

অবশেষে কোচিং সেন্টারটি বন্ধ করে দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ছোট ছোট রুমে অনেক শিক্ষার্থীর অংশগ্রহণে গোপনে কোচিং সেন্টার পরিচালিত হচ্ছে তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে হাতেনাতে বাস্তবিক চিত্র ধরা পড়লে সলিউশন নামের কোচিং সেন্টারটি বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

খখ/প্রিন্স

আগেসড়কে সিলিন্ডার বোঝাই গাড়ি রাখায় জরিমানা
পরেইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যায় মৃত্যু দেশতাধিক