দয়াবেন ছাড়াই ‘তারক মেহতা কা উল্টা চশমা’ চলছে ৩ বছর

দয়াবেন,তারক মেহতা কা উল্টা চশমা,সাব টিভি,ভারতীয় ,সিরিয়াল

‘দয়াবেন’ কি আদৌ ফিরবেন নাকি ফিরবেন না সে বিষয়েও পরিষ্কার কোনো কিছু জানা যাচ্ছে না সিরিয়ালটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

খাসখবর বিনোদন ডেস্ক : ভারতীয় ‘সাব টিভির জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ৩ বছর ধরে চলছে দয়াবেন’ ছাড়াই। ফলে জনপ্রিয় এ কমেডি সিরিয়ালটি দিন দিন আগের রূপ জৌলুস হারাতে বসেছে।

thai foods

টিভি সিরিয়াল জগতে ভিন্নরকম একটি জায়গা করে নিয়েছিল কমেডি ধাঁচের টিভি শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’।

২০০৮ সালের ২৮ জুলাই প্রথম পর্ব প্রচার হওয়ার পর থেকে ধীরে ধীরে এই সিরিয়ালটি দর্শক প্রিয়তা অর্জন করে। এখনও পর্যন্ত এই সিরিয়ালের আবেদন রয়েছে দর্শকের মাঝে।

সারাক্ষণ হাস্য কৌতুক আর বিনোদনের মধ্য দিয়ে সামাজিক বার্তা পৌঁছানো এই সিরিয়াল প্রায় ১ যুগ ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছে।

‘জ্যাঠা লাল গাড়া’ ও তার বৌ ‘দয়াবেন’ কমেডি এই সিরিয়ালের অন্যতম মূখ্য চরিত্র। কিন্তু ২০১৭ সালের নভেম্বরে ‘দয়াবেন’ চরিত্রে অভিনয় করা দিশা ভাকানি মাতৃত্বকালীন ছুটিতে গেলে আর ফিরে আসেননি সিরিয়ালে।

তাই তখন থেকে এই চরিত্রটি বাদ রেখেই প্রতিনিয়ত অন এয়ার হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দৈর্ঘ্যের এই টিভি সিরিয়াল।

‘দয়াবেন’ কি আদৌ ফিরবেন নাকি ফিরবেন না সে বিষয়েও পরিষ্কার কোনো কিছু জানা যাচ্ছে না সিরিয়ালটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

দর্শকদের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকে নতুন ‘দয়াবেন’ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিরিয়াল কর্তৃপক্ষকে। এছাড়া কিছু পুরানো অভিনেতার প্রয়াণ, অনেকের চলে যাওয়া এবং ‘দয়াবেন’ এর অনুপস্থিতি বর্তমানে সিরিয়ালটিকে অনেকটাই আগের টিআরপি থেকে ছিটকে দিয়েছে।

এখন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ কি তার আগের জৌঁলুস ফিরিয়ে এনে নতুনভাবে দর্শকদের মনোরঞ্জন করতে পারবে? নাকি এক যুগ ধরে চলা কমেডি সিরিয়ালটির পরিসমাপ্তি ঘটাতে হয় সেটিই এখন দেখার বিষয়।

খখ/ মো মি

আগেদাতের মাড়িতে কি রক্ত পড়ছে, মুখে গন্ধ! কি করবেন?
পরেরাঙ্গুনিয়ায় হেফাজতের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু,গ্রেফতার ৪