শপিংমল খুলছে কাল থেকে

শপিংমল,দোকানপাট,খুলছে,খোলা,প্রজ্ঞাপন জারি

খাসখবর সারাদেশ ডেস্ক : ব্যবসায়ীদের দাবি মেনে শর্তসাপেক্ষে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

thai foods

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয় আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

তবে, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমও ও যথারীতি চলমান থাকবে।

এর আগে রোববার (৪ এপ্রিল) দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে বলা হয় সব শপিংমল বন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় চলবে।

খখ/প্রিন্স

আগেহেফাজতের জ্বালাও-পোড়াও রাজনীতির কাঁধে ভর করেছে বিএনপি-কাদের
পরেঅজ্ঞাত নারীর নিথর দেহ মিলল লোহাগাড়ার সড়কে