দেশে করোনায় মৃত্যুর রেকর্ড, একদিনে ৭৪-শনাক্ত ৬৮৫৪

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি

খাসখবর মহামারী ডেস্ক : দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির অবনতি ঘটছেই। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ, বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যাও।

thai foods

সর্বশেষ গত ২৪ ঘন্টায় দেশে পুরনো সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। একদিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। মাত্র দুদিন আগেও ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৬৬ জন।

এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার ৫২১ জন। এদিকে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

এর আগে, বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৬৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৪৩টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন ল্যাবে মোট নমুনা সংগ্রহ কর হয়েছিল ৩৩ হাজার ৩২৮টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের ১৩ দশমিক ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৪ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মোট ৯ হাজার ৫২১ জনের মৃত্যু হলো। মৃত্যুর হার ১ দশমিক ৪৩।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭০ জন। আর বাড়িতে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৮ জন পুরুষ, ২৬ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে ৭ হাজার ১৩০ জন পুরুষ (৭৪ দশমিক ৯৯ শতাংশ) ও ২ হাজার ৩৯১ জন নারী (২৫ দশমিক ১১ শতাংশ) মারা গেলেন।

গত ২৪ ঘণ্টায় যে ৭৪ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪৬ জন ষাটোর্ধ্ব, ১৬ জনের বয়স ৫১ থেকে ৫০ বছর ও ছয়জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী পাঁচজন, ২১ থেকে ৩০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

মৃত এই ৭৪ জনের ৪৩ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১৫ জন। এছাড়া রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের সাতজন, বরিশালের চারজন ও সিলেটের দুইজন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

খখ/প্রিন্স

আগেবোয়ালখালীতে চোলাই মদসহ ২ সহোদর গ্রেফতার,সিএনজি জব্দ
পরেকাল শুরু হচ্ছে কোটিপতি লীগ-আইপিএল!