বোয়ালখালীতে চোলাই মদসহ ২ সহোদর গ্রেফতার,সিএনজি জব্দ

খাসখবর বোয়ালখালী ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে ২শ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

thai foods

বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উপ-পরিদর্শক সুমন কান্তি দে ।

তিনি বলেন, অভিযান চালিয়ে ২ সহোদরকে মদসহ গ্রেফতার করতে পারলেও আবদুল কুদ্দুস (২৮) নামের ১ ব্যক্তি পালিয়ে গেছে। একজন পালিয়ে যায়। তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

গ্রেফতারকৃতরা হলেন আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা শেখ চৌধুরী পাড়ার মোজাহের মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩৫) ও আবদুর রহিম (২৫) ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

খখ/পুজন/প্রিন্স

আগেমাধুরী দীক্ষিত নাচ শেখাচ্ছেন পোষা কুকরকে!
পরেদেশে করোনায় মৃত্যুর রেকর্ড, একদিনে ৭৪-শনাক্ত ৬৮৫৪