খাসখবর সাতকানিয়া ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ইউনিয়নের গণিপাড়া নিয়াজী বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর নাম সাফায়াত হোসেন রিফাত। বয়স ৫ বছর। সে ওই এলাকার খন্দকার বাড়ির মোহাম্মদ বেলালের ছেলে বলে জানা গেছে।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা জাহাঙ্গীর। তিনি বলেন, বাড়ির পাশেই রাস্তা পার হতে গেলে ব্যাটারি চালিত একটি সিএনজি অটোরিকশা শিশুটি ধাক্কা দেয়।
এতে মাথায় ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে অটোরিকশার চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স