বাংলাদেশ নারী ক্রিকেট দলের হ্যাটট্রিক জয়!

দেশে,বাংলাদেশ,নারী ক্রিকেট দল,হ্যাট্রিক জয়, সিরিজ

খাসখবর ক্রীড়াঙ্গণ ডেস্ক : দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরা। দাপট দেখিয়ে রয়েছে জয়ের ধারায়। টানা তৃতীয় ম্যাচ জিতল দেশের নারী ক্রিকেট দল। 

thai foods

দুর্দান্ত ফর্ম ধরে রেখে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।

এ নিয়ে শুরুর তিন ম্যাচ নিজেদের করে নিল বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে ছিনিয়ে নিল নিগার-সালমারা।

টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে গুড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ব্যাটিং লাইন-আপ। বল হাতে জ্বলে উঠেন রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া।

বোলিং আক্রমণে ৩টি করে উইকেট শিকার করেন এ ত্রয়ী বোলার। ফলে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় অতিথিদের ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন আনিক বস্ক।

লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেটের বিনিময়ে ২২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দেশের মেয়েরা। তবে শুরুটা ভালো হয়নি। হ্যাপির ব্যাটে বিপদ সামলে উঠে স্বাগতিকরা।

চার রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন মুর্শিদা খাতুন হ্যাপি। তবে ৭১ বলে ৭ বাউন্ডারিতে ৪৬ রানের দুর্বার এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। ম্যাচ জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন লতা মন্ডল (৬),ও রোমানা আহমেদ (২)।

খখ/মো মি

আগেসাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
পরেপ্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বদলে গেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল-নওফেল