খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ চাঁদাবাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এক ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে গতকাল বুধবার (৭ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ভুক্তভোগীর কাছ থেকে আদায়কৃত এক লক্ষ ২২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শামসুল হক রানা (২৭), মাহবুব আলম রনি (২৮), মোঃ মোশারফ হোসেন টুটুল (২৮), মোঃ আফসার (২৯), মোঃ সুমন হোসেন প্রঃ সাদ্দাম (৩০), মোঃ রাজু (২৯)।
জানা যায়, গত ১৫ মার্চ গোলাম মোহাম্মদ (৬৭) নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। চাঁদা না দিলে প্রাণনাশ, ব্যবসায়িক ক্ষতি সাধনসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
পরে এডিটিং করা আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরি করার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ ৩ লাখ টাকা চাঁদা আদায় করে এবং আরও ৩ লাখ টাকা দেওয়ার জন্য হুমকি প্রদান করেন অভিযুক্তরা।
পরবর্তীতে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/প্রিন্স