খাসখবর মহামারী ডেস্ক : করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ায় সরকার আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে।
এসময় কোন ধরনের যানবাহন, সরকারি-বেসরকারি অফিস-আদালত চলবে না, খুলবে না।জরুরী প্রয়োজনীয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া কার্যত সবই বন্ধ থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ(৯ এপ্রিল) বিকেলে এই লকডাউন এর ঘোষণা দেন।এর আগে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কঠোর ও সর্বাত্মক লকডাউনের পূর্বাভাস দিয়েছিলেন সকালে। এদিকে আজকেও সংক্রমণ ও মৃত্যুর হার ছিল ঊর্ধ্বগতি।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা চতুর্থ দিন ২৪ ঘণ্টায় ৬০ জন বা তার বেশি মানুষের মৃত্যু হলো।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে গতকাল ৮ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয় করোনা সংক্রমণ নিয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় যে ৬৩ জন মারা গেছেন, তাদের নিয়ে এ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন মোট ৯ হাজার ৫৮৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪২।
২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৪৩ জন, ২০ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে ৭ হাজার ১৭৩ জন পুরুষ (৭৪ দশমিক ৮৪ শতাংশ) ও ২ হাজার ৪১১ জন নারী (২৫ দশমিক ১৬ শতাংশ) মারা গেলেন।
গত ২৪ ঘণ্টায় যে ৬৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩৬ জন ষাটোর্ধ্ব, ১৬ জনের বয়স ৫১ থেকে ৫০ বছর। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী পাঁচ জন ও ২১ থেকে ৩০ বছর বয়সী দুই জনের মৃত্যু হয়েছে এই সময়ে।
মৃত এই ৬৩ জনের ৪২ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১০ জন। এছাড়া বরিশাল বিভাগের চার জন, খুলনা বিভাগের তিন জন, রাজশাহী বিভাগের দুই জন এবং সিলেট ও ময়মনসিংহের একজন করে মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।
এদিন দেশে ৭ হাজার ৪৬২ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা একদিনে সংক্রমণ শনাক্তের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬টি সংক্রমণ শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৪৩টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন ল্যাবে মোট নমুনা সংগ্রহ কর হয়েছিল ৩১ হাজার ৮৭৯টি।
এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৬৫৪টি। এ নিয়ে দেশে মোট ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা হলো।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৭ হাজার ৪৬২টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশের ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এটি। এ নিয়ে দেশে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ, যা গতকালের চেয়ে চেয়ে বেশি। গতকাল (৮ এপ্রিল) এর পরিমাণ ছিল ২২ দশমিক ০২ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হারও কিছুটা বেড়ে হয়েছে ১৩ দশমিক ৬২ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এ নিয়ে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ।
এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।আজ(৯ এপ্রিল) করোনার ৩৯৮তম দিন।
খখ/মো মি