খাসখবর সীতাকুণ্ড ডেস্ক : স্ত্রীর পরকিয়া ঠেকাতে সকল চেষ্টায় ব্যর্থ হয়েছে অসহায় এক স্বামীর। দুই কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের মাকে অন্যায়ের পথ থেকে ফেরাতে বেশ কয়েকদফা শালিশি বৈঠকেও মন গলেনি স্ত্রীর।
শেষ পর্যন্ত খুন হলো স্বামী। শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, হত্যার পর স্বামীর লাশ পুকুরে ফেলে দিয়ে দুই সন্তান ছেড়ে পরকিয়া প্রেমিকের কাছে পালানোর চেষ্টা করেছে পাষন্ড এ স্ত্রী।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিউনের ৬নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল আটটার দিকে পুকুরে ভাসা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত স্বামীর নাম জয়নাল আবেদীন প্রকাশ কালা (৩৭)। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি এলাকায় সবজি বিক্রেতা ছিলেন।
হত্যার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজার থেকে ঘাতক স্ত্রী লিমা আক্তার (২৪)কে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বাড়বকুণ্ড তেলিপাড়ার তেলি বাড়ির জয়নালের সাথে একই বাড়ির মৃত জহিরুল হকের মেয়ে রিমা আক্তারের (২৫) পারিবারিকভাবে বিয়ে হয়। দুই কন্যা সন্তান নিয়ে হাসি খুশিতে ভালোই চলছিল তাদের ছোট্ট সুখি সংসার।
কিন্তু সম্প্রতি স্ত্রী রিমা আক্তার একই এলাকার শাহাদাত হোসেন কাইয়ুম (২৭) নামে এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এটি জানা জানি হয়ে পড়লে তাদের মধ্যে এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়।
স্থানীয় ইউপি মেম্বার মো: আরাফাত মুন্না বলেন, স্ত্রীকে পরকীয়া থেকে মুক্ত করতে সামাজিকভাবে কয়েকদফা শালিশি বৈঠকেরও আয়োজন করেন জয়নাল। কিন্তু স্ত্রীকে সেখান থেকে ফেরানো সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, সর্বশেষ গতকাল শুক্রবার গভীর রাতে স্ত্রী রিমা আক্তার ও তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম মিলে নিজ ঘরে জয়নালকে ঘুমন্ত অবস্তায় পুরুষাঙ্গ ও তলপেট ধারালো ছুরি দিয়ে কেটে খুন করে লাশটি বাড়ির পুকুরের মধ্যে ফেলে দেন। সকালে পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জয়নালের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘাতক স্ত্রী রিমা আক্তার পালিয়ে যাওয়ার সময় বাড়বকুণ্ড বাজার থেকে আটক করা হয়েছে।
খখ/কামরুল/প্রিন্স