খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় কাগজ কুঁড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ১৪ বছর বয়সী এক টোকাই বালক।
আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ১০টার সময় চকবাজার গণিকলোনীতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বালকের নাম মোহাম্মদ ঈমন। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকার। নিহত ছেলেটি টোকাই জানিয়ে ওসি বলেন, প্রতিদিনের মত শনিবারও জিনিসপত্র খুঁজতে গিয়ে গণি কলোনি এলাকায় তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়।
ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় ওসি।
খখ/প্রিন্স