খাসখবর মহামারী ডেস্ক : সংক্রমনের তীব্রতা আরো বাড়িয়ে একের পর এক রেকর্ড ভাঙার খেলায় মেতেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। অপ্রতিরোধ্য করোনার বিষে পুরো লন্ডভন্ড হতে চলেছে দেশ।
সর্বশেষ ২৪ ঘন্টায় দেশে ফের মৃত্যুর রেকর্ড গড়ল করোনা। এদিন ৭৭ জন মারা গেছে। তবে গত সপ্তাহ ধরে ৭ হাজারের উদ্ধে থাকা শনাক্ত আজ কিছুটা কমে এসেছে।
২৪ ঘন্টায় ৫ হাজার ৩শ ৪৩ জনের শরীরে ধরা পড়ে করোনার বিষ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে।
করোনাভাইরাস নিয়ে শনিবার (১০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৬১ জনে।
এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।
খখ/প্রিন্স