করোনায় মহাভারতের ইন্দ্র মারা গেছে

মহাভারত,ইন্দ্র,অভিনেতা,সতীশ কল,করোনা,আক্রান্ত

খাসখবর বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ‘মহাভারত’ এর ইন্দ্র চরিত্রের অভিনেতা সতীশ কল। শনিবার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ইন্দ্র’।

thai foods

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায় গত ৬ দিন আগে জ্বরে ভুগছিলেন অভিনেতা সতীশ। হাসপাতালে করোনা পরীক্ষার পর তিনি আক্রান্ত বলে জানা যায়। করোনার সঙ্গে লড়াইয়ে থেমে গেলো তার জীবন। তার একমাত্র বোনকে রেখে চলে গেলেন পাঞ্জাবি এই অভিনেতা।

জনপ্রিয় ধারাবাহিক ‘ মহাভারত ‘-এ দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও বহু পাঞ্জাবি ও হিন্দি ছবিতে বড়পর্দায় হাজির হয়েছিলেন সতীশ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসে উল্লেখ করা হয়, গত বছর লকডাউনের সময় থেকেই অত্যন্ত আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন ইন্দ্র।

এ অভিনেতার অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছিলযে প্রতিদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে উঠেছিল তাঁর পক্ষে। অথচ নিজের ফিল্মি কেরিয়ারে পাঞ্জাবি ও হিন্দি ছবি মিলিয়ে প্রায় ৩০০-র ওপর ছবিতে অভিনয় করেছিলেন সতীশ! এর মধ্যে বি আর চোপড়া পরিচালিত ‘মহাভারত’-এর ‘দেবরাজ ইন্দ্র’ হিসেবে পরিচিতি পান সর্বাধিক দর্শক প্রিয়তা পাই।

২০১১ সালে মুম্বাই থেকে পাঞ্জাবে ফিরে যান অভিনেতা। সেখানে একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন তিনি। কিন্তু এর পরে তার পেশাগত জীবন হঠাৎই থমকে যায়।

২০১৫ সালে কোমরের হাড় ভেঙে পরবর্তী আড়াই বছর শয্যাশায়ী ছিলেন। বৃদ্ধাশ্রমে দিন কাটতে থাকে তার। তার পরে একটি বাড়ি ভাড়া নেন। অর্থাভাবে লকডাউনের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগাড় করতে খুব সমস্যায় পড়েছিলেন তিনি।

খখ/প্রিন্স

আগেপাহাড়তলীতে ছুরিকাঘাতে আহত যুবক
পরেমালিকরাই ভাঙ্গবে হেলে পড়া ৫ তলা ভবন, রহস্যজট সিডিএ অনুমোদনে