খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় ছুরিকাঘাত করে মো. নাহিদ নামে ২২ বছর বয়সী এক যুবক আহত হওয়ার খবর জানা গেছে।
আজ রবিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে পাহাড়তলীর সিডিএ মার্কেট হাজী ভবনের চতুর্থ তলার একটি ভাড়া বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়।
একই বাসায় নাহিদের সাথে থাকা অপর যুবকের ছুরিকাঘাতেই সে আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। নাহিদ নোয়াখালীর বাসিন্দা আবুল বাশারের ছেলে। তিনি ইস্পাহানি মির্জাপুর কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বলেন, আজ রবিবার বেলা সোয়া ১১টার সময় পাহাড়তলী থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসে তার প্রতিবেশীরা।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করেন।
তার এক প্রতিবেশী বলেন, ভাড়া বাসায় নাহিদের কক্ষে আরো একজন থাকতেন। দুজনের কথাকাটাকাটির এক পর্যায়ে সে হয়তো নাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নাহিদের চিৎকার শুনে তার ঘরে গিয়ে ছুরিকাঘাতে আহত অবস্থায় নাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।
তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি পাহাড়তলী থানা পুলিশ। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ।
খখ/প্রিন্স