খাসখবর আন্তর্জাতিক ডেস্ক : তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। রাষ্ট্রোবিরোধী ষড়যন্ত্রের অপরাধে তাদের মৃত্যুদণ্ডের সাজা হয়।
রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসঘাতকতা এবং শত্রুকে সহযোগিতা করার অপরাধে সুষ্ঠু বিচারের পর বিশেষজ্ঞ আদালতের মাধ্যমে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দেশটির দক্ষিণাঞ্চল প্রদেশে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কোন শত্রুকে সহায়তা করার অভিযোগ তাদের বিরুদ্ধে তা না জানিয়েই মন্ত্রনালয় তিন সেনার নাম প্রকাশ করেছে। তারা হলেন মোহাম্মদ বিন আহমেদ, শাযের বিন ইসা এবং হামুদ বিন ইব্রাহিম।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সেনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছিল।কিন্তু শত্রু রাষ্ট্রের সঙ্গে কীভাবে ওই তিনজন যোগাযোগ ছিলো সেটির বিস্তারিত জানানো হয়নি।
অ্যামনেস্টির পরিসংখ্যান অনুসারে, সৌদি আরব ২০১৯ সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
খখ/মো মি