লকডাউনে বন্ধ থাকবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান

লকডাউন, বন্ধ, ব্যাংক, আর্থিক, প্রতিষ্ঠান

খাসখবর জাতীয় ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় তা নিয়ন্ত্রণে বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান।

thai foods

তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। সোমবার (১২ এপ্রিল) এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

তবে এই সময় বন্দর সংশ্লিষ্ট যেমন স্থলবন্দর, সমুদ্রবন্দর ও কাস্টমস-এর সঙ্গে সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গনমাধ্যমকে বলেন, আপাতত সব ব্যাংকের শাখা ও অফিস বন্ধ থাকবে। কেবল খোলা থাকবে, রফতানি কাজের জন্য কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখা ও বন্দর শাখাগুলো।

তিনি বলেন, বাংলাদেশে কার্যরত বিদেশে ব্যাংকগুলোও বন্ধ থাকবে। কেবলমাত্র, স্থল নৌ এবং সমুদ্রবন্দর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। আর খোলা রাখা যাবে রফতানির প্রয়োজনে কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখাগুলো।

খখ/মো মি

আগেরমজান ও লকডাউনকে তুরুপের তাস মনে করছে অসাধু ব্যবসায়িরা-সুজন
পরেমসজিদের নামাজে ২০ জনের বেশি অংশ নেয়া যাবে না