মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান

লাইফ সাপোর্টে, বাংলা একাডেমি,শামসুজ্জামান খান

খাসখবর সংস্কৃতি ডেস্ক : বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

thai foods

তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর দুইটার দিকে মারা যান তিনি।

বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শামসুজ্জামান খান।

গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত ১২ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বুধবার দুপুর দুইটার সময় তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকপ্রাপ্ত লেখক, অধ্যাপক শামসুজ্জামান খান একাধারে ছিলেন লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক। তাঁর উল্লেখযোগ্য কাজ, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা।

খখ/প্রিন্স

আগেরক্ত জমাট বাঁধায় যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা স্থগিত!
পরেভারতে ফের রেকর্ড : একদিনে আক্রান্ত ২ লাখ ছুঁই ছুঁই-মৃত্যু ১০২৭