একদিনে মৃত্যুর ফের রেকর্ড : ২৪ ঘন্টায় মারা গেছে ৯৬-শনাক্ত ৫১৮৫

করোনা, আক্রান্ত,শনাক্ত,বিষ,মৃত্যু,চট্টগ্রাম

খাসখবর মহামারী দেশ : সব রেকর্ড ছাপিয়ে একদিনে দেশে মৃত্যুর নতুন রেকর্ড লিপিবদ্ধ হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে সারাদেশে নতুন করে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

thai foods

করোনা সংক্রমণ নিয়ে একদিনে এত বেশি মৃত্যু দেশে আর কখনোই ঘটেনি। এর আগে একদিনে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছিল গত সোমবার (১২ এপ্রিল)।

এ ছাড়া ২৪ ঘন্টায় আরও ৫ হাজার ১৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে।

আজ বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৯৫৫টি, নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫টি।

নমুনার মধ্যে ৫ হাজার ১৮৫টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরিমাণও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৫ লাখ ৯১ হাজার ৬১৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ০৯ শতাংশ।

খখ/প্রিন্স

আগেভারতে ফের রেকর্ড : একদিনে আক্রান্ত ২ লাখ ছুঁই ছুঁই-মৃত্যু ১০২৭
পরেপ্রবাসীদের স্বার্থে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালু রাখার আহবান সুজনের