কুকুরের সঙ্গে ঘর বাঁধলেন ব্রিটিশ মডেল

ব্রিটিশ মডেল,এলিজাবেথ হোড,কুকুরের,বিয়ে

খাসখবর ভিন্ন খবর ডেস্ক : পোষা কুকুর নিয়ে এবার বিরল নজির স্থাপন করলেন ব্রিটিশ মডেল ও সাঁতারু এলিজাবেথ হোড। ঢাকঢোল পিটিয়ে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করেই কুকুরের সঙ্গে ঘর বাঁধলেন ৪৯ বছর বয়সী হোড।

thai foods

পোষা কুকুর যেন অনেক শৌখিন মানুষের নিত্যসঙ্গী, অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বার্সেলোনা তারকা লিওনেল মেসির দিকে তাকালে বিষয়টি বোঝা যায় ভালো করেই। পোষা কুকুর নিয়ে বিরল ঘটনার জন্ম দিয়ে এবার ভাইরাল হলেন ব্রিটিশ মডেল।

এর আগে ২২১ বার ডেটিংয়ে গিয়েও মনের মতো কাউকে খুঁজে পাননি তিনি। বিয়ে ভেঙেছে চারবার। শেষ পর্যন্ত স্বামী হিসেবে পোষা কুকুরকেই বেঁচে নিলেন এ মডেল।

জি নিউজ জানায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বিখ্যাত টিভি শো ‘দি মর্নিং’ এর একটি পর্বে। আশির দশকের নামজাদা মডেলের এই কীর্তি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন শো এর দর্শকরা।

প্রথাগত সব ধ্যানধারণা ভেঙে একসময়ের সাড়াজাগানো হোড সংসার পাতলেন তার পোষা কুকুরের সঙ্গে! পাঁচ বছরেরও বেশি সময় কুকুরটিকে লালনপালন করছিলেন হোড।

নাম রেখেছেন লোগান। সেই লোগানই এখন হোডের জীবনসঙ্গী। পুরুষের প্রতি আস্থাহীনতা থেকে তার এই সিদ্ধান্ত। বিয়ের পর ঘরে ফিরে পরস্পরকে আলিঙ্গন করে চুমু খান তারা।

আর গভীর চুম্বনের সেই দৃশ্য শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ-মাধ্যমে। বিয়ের পোশাকে দু’জনকে এক সঙ্গে দেথে স্তম্ভিত শো এর হাজার হাজার দর্শক! কেউ প্রশংসা করেছেন এলিজাবেথের ভাবনা চিন্তার, কেউ আবার সমালোচনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এলিজাবেথের প্রিয় সঙ্গী, পোষ্যটি একটি গোল্ডেন রিট্রিভার। নাম লোগান। এলিজাবেথ জানান, একাধিকবার লোগান তার জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তার পাশে থেকেছে। তাকে সঙ্গ দিয়েছে। তাই তিনিও আগলে থাকতে চান লোগানকে। বছর ছয়েকের লোগানের সঙ্গে রীতিমতো প্রথা মেনেই বিয়ে করেন এলিজাবেথ!

তিনি বলেন, ‘জীবনসঙ্গীর কাছে এর চেয়ে বেশি কিছু আমি আশা করি না। জীবনের বিপদে সঙ্গী হিসেবে কেউ পাশে থাকবে এটাকে বড় করে দেখছেন সাবেক এই মডেল। আর তাই ভালোবাসার অনুভূতি নিয়ে লোগানকে আগলে রাখতে চান তার নববিবাহিত ‘স্ত্রী’।

খখ/প্রিন্স

আগেবিশ্ব পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ
পরেশনিবার থেকে ৫ দেশে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট