বাঁশখালীতে হাতির আক্রমণে বৃদ্ধা নারীর মৃত্যু

পাহাড়ে,বাঁশখালীতে, হাতির, আক্রমণে, বৃদ্ধা, নারীর, মৃত্যু ১

খাসখবর বাঁশখালী ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌরসভার লোকালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জলদী পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

thai foods

নিহত বৃদ্ধার নাম নুর আয়েশা। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, নূর আয়শা অন্যান্য দিনের মতো বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে পাহাড়ে নিজের বাগান থেকে লেবু আনতে যান। যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জলদী অভয়ারণ্য বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নারীর মৃত্যুর সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী।

তিনি তাৎক্ষনিক ওই বৃদ্ধার দাফন কার্য সম্পাদনের জন্য তার পরিবারের হাতে ২০ হাজার টাকা অনুদান দেন এবং সরকারিভাবে পরবর্তীতে আরো আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে করোনার বিষে প্রাণ গেল আরো ৮ জনের,নতুন শনাক্ত ৩০৫
পরেযুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৮ জন