খাসখবর আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে এক বন্দুক হামলায় বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে ইন্ডিয়ানাপলিসের কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের গুদামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল ইন্ডিয়ানাপোলিস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই।
ইন্ডিয়ানাপোলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের অফিসার জেনা কুক সাংবাদিকদের জানান, ইন্ডিয়াপোলিস শহরে আত্মঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলায় গুলিবিদ্ধ অনেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে কাজ করছে। ক্ষতিগ্রস্ত সবাই বেসামরিক নাগরিক।
জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।
ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।
খখ/মো মি