দেশে ফের রেকর্ড : চট্টগ্রামের ২০ জনসহ মৃত্যুতে সেঞ্চুরি-শনাক্ত ৪৪১৭

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি

খাসখবর মহামারী দেশ : পুরো দেশ জুড়ে করোনা ভাইরাসে মৃত্যুতে ফের রেকর্ড তৈরি হয়েছে। ভয়াল থাবায় এবার প্রথমবারের মতো দেশে মৃত্যুতে সেঞ্চুরি পার করেছে করোনা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ হাজার ৪শ ১৭ জনের শরীরে ধরা পড়েছে করোনার বিষ।

thai foods

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ২০জনসহ দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেছে একশ’র ঘর।

একদিনে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর ক্ষেত্রেও এটি নতুন রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ১৯২ জন।

এর আগে, গত পরশু বুধবার (১৪ এপ্রিল) করোনা সংক্রমণ নিয়ে ৯৬ জন মারা গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দু’জন কমে ৯৪ জন মারা গেলেও আজ শুক্রবার (১৬ এপ্রিল) সেই সংখ্যা ছাড়িয়ে গেল একশ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া যে ১০১ জনের মধ্যে ৬৭ জন পুরুষ এবং ৩৪ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৯৪ জন,বাকি ৭ জনের মৃত্যু হয়েছে বাসায়।

১০১ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের ২০ জন,ঢাকা বিভাগের ৫৯ জন, রংপুরে ৬ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪ জন, রাজশাহী ৩ জন,ময়মনসিংহে ৩ জন মারা গেছে। এদিন সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৬৩ জন ষাটোর্ধ্ব, ২৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর। ৪১ থেকে ৫০ বছর বয়সী আট জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সী সাত জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটি ধরা পড়েছে ৪ হাজার ৪১৭ জনের শরীরে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

চখ/প্রিন্স

আগেকাল থেকে সাংবাদিকরা আলাদা বুথে টিকা নিতে পারবেন
পরেকরোনায় নিষেধাজ্ঞা : বাংলাদেশিরা ঢুকতে পারবে না দক্ষিণ কোরিয়া!